বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রিজ খেলতে দিল্লির পথে ৬ শিক্ষার্থী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৬ পিএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

ব্রিজ, বাংলায় যাকে বলে তাস খেলা। আর সেই তাস খেলতে ১৭তম এইচসিএল আন্তর্জাতিক ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে ভারতের দিল্লি যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। 

আগামী ৫ থেকে ১০ আগস্ট নয়াদিল্লির অ্যারাসিটির জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। 

আজ রোববার ‘ব্রেইন টেস্ট’ নামের দলটি বাংলাদেশের প্রথম মিক্সড টিম হিসেবে খেলতে যাচ্ছে ভারত।

 

দলের অধিনায়ক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেক। 

এছাড়া টিমের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী আল-হেলাল, ফার্মাসি অনুষদের সুমাইয়া আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মাসুম বিল্লাহ তাহসান ও নাজমুল হক।

টিমের প্রত্যাশা নিয়ে অধিনায়ক মেহেদী জানান, ‘আমরা প্রায় দুই বছর যাবৎ একসঙ্গে খেলছি, চেষ্টা করে যাচ্ছি নানা প্রতিকূলতার মধ্য দিয়েও। অন্য সকলের মতো পরিবারের অনেকেই তাস খেলাটাকে ভালভাবে নিতে পারেনি। কিন্তু আমরা হতাশ না হয়ে চেষ্টা করে যাচ্ছি। দেশের প্রতিনিধিত্ব সব সময় একটা স্বপ্নের মতো ব্যাপার’।

এইচসিএল প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়।