বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

মেসিহীন গাম্পের ট্রফি জিতলো বার্সা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০১ এএম, ৫ আগস্ট ২০১৯ সোমবার

আর্সেনালকে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতেছে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা বার্সেলোনা। কাম্প নউয়ে রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ২-১ গোলে জিতে এরনেস্তো ভালভেরদের দল।

পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের নৈপুণ্যে ম্যাচের ৩৬তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। সতীর্থের বাড়ানো বল ধরে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন গ্যাবনের এই ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার এইন্সলি মেইটল্যান্ড-নাইলসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে সের্হি রবের্তোর উঁচু করে বাড়ানো বল দারুণ ভলিতে জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলের বদলি নামা লুইস সুয়ারেস।

 

প্রস্তুতিমূলক ম্যাচ গাম্পের ট্রফির গত সংস্করণে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা; এবার এই ট্রফির ৫৪তম সংস্করণ হলো।