বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

কুলভূষণের সঙ্গে দেখা করতে ভারতকে ২ শর্ত পাকিস্তানের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১০ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্মীদের সাক্ষাৎ বা কনসুলার অ্যাকসেসের প্রস্তাব ইতিমধ্যে ভারতকে দিয়েছে পাকিস্তান। কিন্তু সেই অনুমতির সঙ্গেও চাপিয়ে দেওয়া হয়েছে দু’‌টি শর্ত। দেখা করতে হলে সেই শর্তদু’‌টি মানতে হবে ভারতকে। তবে এব্যাপারে এখনও ইসলামাবাদকে কোনও জবাব দেওয়া হয়নি নয়াদিল্লির পক্ষ থেকে। 

জানা গেছে, একজন ভারতীয় দূতাবাসের কর্মীকে গত শুক্রবার বেলা ৩টের সময় কুলভূষণের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তার সঙ্গে একজন পাকিস্তানি গাড়ির চালক থাকবেন। পাশাপাশি কুলভূষণের সঙ্গে দেখা করার সময় সেখানে পাকিস্তানের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 
এছাড়া আরও একটি শর্ত রাখা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। সেটি হল, যেখানে কুলভূষণের সঙ্গে ওই দূতাবাসের কর্মীর সাক্ষাৎ হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। যদিও পাকিস্তানের এই শর্তগুলি ভারত মানবে কি না, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই আইসিজে কুলভূষণের মৃত্যুদণ্ডাদেশের পুনর্বিচার করতে পাকিস্তানকে আদেশ দিয়েছিল। একই সঙ্গে কুলভূষণের সঙ্গে ভারতের দূতাবাসের কর্মীদের যোগাযোগ স্থাপনের অনুমতি দিতেও পাকিস্তানকে আদেশ করেছিল। সেই মতো এই পদক্ষেপ পাকিস্তানের।