মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫   শ্রাবণ ২১ ১৪৩২   ১০ সফর ১৪৪৭

টেক্সাসের ঘটনাকে `কাপুরুষোচিত` বললেন ট্রাম্প

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলার ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি এ মন্তব্য করেন। 

সেখানে ট্রাম্প লেখেন, টেক্সাসের এল পাসোর আজকের ঘটনা শুধুই দুঃখজনক না। এটি একটি কাপুরুষোচিত কাজ। দেশের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকের এই ঘৃণ্য কাজের নিন্দা জানাই।

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হন। একইসঙ্গে আহত হন আরও অন্তত ২৪ জন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে টেক্সাসের ডালাস এলাকার প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।