বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

চিকিৎসায় সাফল্য: কৃত্রিম হাড় তৈরি করল ইরান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪০ পিএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

কৃত্রিম হাড় উৎপাদন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এক্ষেত্রে প্রথমবারের মতো সাফল্য অর্জন করলো দেশটি। ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রিডি প্রিন্টিং ব্যবস্থার মাধ্যমে এই হাড় তৈরি করেছেন।

শনিবার রাজধানী তেহরানে শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কৃত্রিম হাড় উন্মোচন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ অগাজানি উপস্থিত ছিলেন। এই সাফল্যের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে একের পর এক সাফল্য পাচ্ছে।

তিনি বলেন, এরইমধ্যে পাঁচজন রোগীর দেহে কৃত্রিম হাড় বসানো হয়েছে এবং তা সঠিকভাবে কাজ করছে। মানুষের দেহের হাড়ে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সেখানে এই কৃত্রিম হাড় বসিয়ে দিয়ে সমস্যা দূর করা সম্ভব হবে বলে মোহাম্মাদ আগাজানি জানান।

 

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর চিকিৎসা ও বৈজ্ঞানিক ক্ষেত্রে দেশটি ব্যাপক উন্নতি লাভ করেছে। উন্নত চিকিৎসা নিতে বিদেশিদের ইরানে আসার হারও দিন দিন বাড়ছে।