শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

১-১ গোলে ড্র: চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের আগেই চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন ২০১৮-১৯ মৌসুমের শেষ লিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে বসুন্ধরা কিংস। এটি লিগে দলটির মাত্র তৃতীয় ড্র। সব মিলে ২৪ ম্যাচে ২০ জয়, ৩ ড্র ও ১ হারে মোট ৬৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল বসুন্ধরা।

শনিবার শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলেছে চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা মার্কোসের গোলে এগিয়ে যায় অস্কার ব্রুজোনের দল।

তবে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। স্পট কিক থেকে গোলটি করেন বন্দর নগরীর ক্লাবটির কিরগিজ তারকা দানিয়েল নিল আরমাহর।

 

এরপর আর চেষ্টা করেও গোলের দেখা যায়নি বসুন্ধরা কিংস। তাতে অবশ্য শিরোপা উৎসব এতটুকুও ম্লান হয়নি তাদের। প্রথমবার প্রিমিয়ারে ওঠে এসেই চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস যে আগেই লিখেছে দলটি।