জিম্বাবুইয়েতেই শুরু -শেষ মাশরাফীর ক্যারিয়ার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যাকে বাংলাদেশের সেরা অধিনায়ক বলা হয়। বিশ্বকাপের পরেই ক্রিকেট থেকে মাশরাফী অবসর নিবেন এমন গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ঘরের মাঠেই কোনো সিরিজ আয়োজন করে আনুষ্ঠানিক ভাবেই তাকে বিদায় জানাবে। সেটা হতে পারে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজটি। যদিও সেটির জন্য তাকিয়ে থাকতে হচ্ছে আইসিসির দিকে।
জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০১ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলাদেশ দলের সফল অধিনয়াক মাশরাফী। আর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই তাকে বিদায় দেয়ার চিন্তা করছে বিসিবি।
এফটিপি অনুযায়ী আগামী বছর আয়ারল্যান্ড ছাড়া কোনো ওয়ানডে সিরিজ নেই বাংলাদেশের। সেইসাথে বিসিবি চাইছে যেনো তার বিদায়টা ঘরের মাঠেই দিক। সেজন্য জিম্বাবুয়েকে ওয়ানডে খেলার প্রস্তাবও দিয়েছে বিসিবি। কিন্তু কয়েকদিন আগে তাদের বোর্ডে সরকারের হস্তক্ষেপ না থাকায় নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটকে। যার জন্য বিসিবির প্রস্তাবে এখনো সাড়া দেয়নি জিম্বাবুয়ে। তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন।
তিনি বলেন, ‘মাশরাফীর বিদায়ি ম্যাচ আয়োজন নিয়ে আমরা কাজ করবো। তবে এর আগে আমরা জিম্বাবুয়ের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। সেটি নিশ্চিত হলেই আমরা মাশরাফীর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারবো।’
আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেটকে নিষিদ্ধ করলেও যেকোন ক্রিকেট বোর্ড চাইলে তাদের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে। ওয়ানডে সিরিজ খেলার ইচ্ছে থাকলেও তাদের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থ। আর সেই জন্যই সময় নিচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট।
নিজাম বলেন, ‘গত বুধবার জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত মত জানানোর জন্য তারা আরো কিছুদিন সময় নিয়েছে।’