বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্যাডমিন্টনে কোচ পরিবর্তনের দাবি দুই শাটলারের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

সম্প্রতি কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। আর এই কোচের আন্ডারে সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প করতে বেঁকে বসেছেন দেশসেরা দুই নারী শাটলার শাপলা আক্তার ও এলিনা সুলতানা। ব্যাডমিন্টন ফেডারেশনের মনোনীত দুই কোচ মারুফ আলম ও গৌতম চন্দ্র পালের বিরুদ্ধে অনভিজ্ঞতার অভিযোগ তুলে কোচ পরিবর্তনের দাবি জানিয়ে সভাপতির কাছে চিঠি দিয়েছেন তারা।

 

 

শক্রবার অভিযোগপত্রে তারা লেখেন, ‘আমরা এখন সেই পর্যায়ে নেই যে, আমাদের নিয়ে এইসব কোচ তাদের দক্ষতার পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। জাতীয় দলের কোচ হওয়ার পর কারও যোগ্যতা পরীক্ষা করা হয় না। বরং জাতীয় দলের কোচ হওয়ার আগে তাদের যোগ্যতা, সাফল্য এবং অর্জনের যথেষ্ট যাচাই-বাছাই হওয়া উচিত। আমরা বিশ্বাস করি, এ ধরনের কোচের অধীনে প্রশিক্ষণে আমাদের পারফরম্যান্সের অবনতি ছাড়া আর কিছুই হবে না। তাই আমরা এ দু’জন কোচের অধীনে প্রশিক্ষণে অসম্মতি জানাচ্ছি। শাপলা আক্তার বলেন, ‘আমরা সভাপতি আবদুল মালেক সাহেবের কাছে ই-মেইলে অভিযোগপত্র পাঠিয়ে দিয়েছি।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার বলেন, ‘আমরা সভাপতির সঙ্গে বসেই কোচ নির্ধারণ করেছি। তাছাড়া ২৫ আগস্ট মালয়েশিয়ান কোচ আসছেন। তখন এ দু’জন মালয়েশিয়ান কোচের সঙ্গে কাজ করবেন। এতে শাটলারদের কোনো সমস্যা হওয়ার কথা নয়’। তিনি যোগ করেন, ‘আমরা জেনেবুঝেই কোচ দিয়েছি। যদি কোনো শাটলার তাদের অধীনে কাজ করতে না চায়, তাহলে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে’। 

 

৩১ জুলাই থেকে শুরু হয়েছে শাটলারদের এসএ গেমসের অনুশীলন। যেখানে আটজন পুরুষ ও ছয়জন নারী শাটলার রয়েছেন।