শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

প্রথমবার জুটি বাঁধলেন অপু বিশ্বাস-তানভীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৬ এএম, ৪ আগস্ট ২০১৯ রোববার

চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এখন সিনেমায় কম দেখা যায়। তবে তিনি নতুন এবং ভালো সিনেমার জন্য অপেক্ষা করছেন। নিজেকে তৈরি করছেন। এর ফাঁকে বিভিন্ন ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিচ্ছেন। স্টেজ শো মাতাচ্ছেন। 

অন্যদিকে, মডেলিং থেকে অভিনয়ে এসে পরিচিতি পেয়েছেন গোলাম কিবরিয়া তানভীর। ছোটপর্দার দর্শকদের কাছে তিনি পরিচিত মুখ। মনের টানে অনেকসময় মডেলিং ভুবনে ঢুঁ মারেন মাঝেমধ্যে। নতুন খবর হচ্ছে, অপু বিশ্বাস ও তানভীর সম্প্রতি 'ফ্যাশন ওয়ার্ল্ড' নামের একটি ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন। 

এ প্রসঙ্গে তানভীর বলেন, অপু দিদি (অপু বিশ্বাস)-এর সঙ্গে প্রথমবার কাজ করে খুব ভালো লেগেছে। আমরা হাসি ঠাট্টার মধ্যেই কাজ শেষ করেছি। তিনি এতো জনপ্রিয় একজন নায়িকা, তার সঙ্গে না মিশলে বুঝতাম না। তবে প্রথমদিক তার সঙ্গে ক্যামেরায় দাঁড়াতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু পরে দিদি'র আন্তরিকতায় নার্ভাসনেস কেটে গেছে।  

 

জানা যায়, ঈদ উপলক্ষে ব্রাইডাল শুট করেছেন তারা। ফটোগ্রাফি করেছেন আনোয়ার হোসাইন এনাম।