আন্তর্জাতিক সাইন্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ জয়ী নিবিড়কে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
আন্তর্জাতিক জুনিয়র সাইন্স অলিম্পিয়াড প্রতিযোগীতায় ব্রোঞ্জ পদক জয়ী নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেনির ছাত্র মুয়াম্বার সারোয়ার নিবিড়কে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কলের পক্ষ থেকে মুয়াম্বার সারোয়ার নিবিড়কে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মুয়াম্বার সারোয়ার নিবিড় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড গত ৮ডিসেম্বর সাউথ আফ্রিকার পাশের দেশ বাৎসুয়ানায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের ৪৭টি দেশের ২৯২জন প্রতিযোগী। বাংলাদেশ থেকে মোট ৬জন প্রতিযোগী উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। যাদের মধ্যে দুইজন রৌপ্য ও একজন প্রতিযোগী ব্রোঞ্জ পদক অর্জন করে।
প্রতিযোগীতায় রৌপ্য জয়ী প্রতিযোগী হচ্ছে সেন্ট গ্রেগরী স্কুল ও নটরডেম কলেজের শিক্ষার্থী। প্রতিযোগিতায় প্রথম হয়েছে তাইওয়ানের শিক্ষার্থী।
