শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

‘হট’ প্যান্টে তাক লাগালেন জয়া আহসান!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০২ পিএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

শুধু বাংলাদেশ না কলকাতাতেও জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন জয়া আহসান। এমনকি জয়ার নাম সবার প্রথম সারিতেই আসে। অভিনেত্রী কখনো বয়সের কাছে হার মানেন না। আর তাই দুই বাংলাতেই জয়ার রূপের মুগ্ধতায় মাত হয়ে আছে তার ভক্তকূল।

এদিকে, শিবপ্রসাদ মুখার্জির ‘কণ্ঠ’ ছবিতে একজন জনপ্রিয় ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয় সব ছবিতেই প্রশংসিত।

 

জয়া আহসানের শেয়ার করা ছবি

জয়া আহসানের শেয়ার করা ছবি

তবে জয়াকে বেশির ভাগ সময় শাড়িতেই দেখা যায়। কিন্তু এবার নিজের সেই রূপ ভাঙলেন তিনি নিজেই। হট প্যান্ট ও সাদা শার্টে ফটোশুট  করে চমকে দিলেন সবাইকে। আর এই ফটোশুটের ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী।  একেবারে অন্যরকম দেখাচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়ায় তার এই ছবিটি এখন বহুল চর্চিত।