বাংলাদেশে আসছেন ব্রাজিল তারকা রোনালদিনহো
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৪৭ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দল বসুন্ধরা কিংসের শুভেচ্ছাদূত হয়ে আসছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনহো।
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে এসে চমক দেখিয়েছে বসুন্ধরা কিংস। অভিষেক মৌসুমেই শিরোপা নিজেদের করে নিয়েছেন তারা। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে নবাগত এ দলটি।
এর আগে ফুটবল ছেড়ে ভ্যান চালানো শুরু করা শিহাবকে ফুটবলের মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিল দলটি। এবার ব্রাজিলীয়ান কিংবদন্তি রোনালদিনহোকে শুভেচ্ছাদূত বানিয়ে আরো একটি চমক উপহার দিল তারা। তাদের শুভেচ্ছাদূত হয়ে বিপিএলের আগামী মৌসুমে বাংলাদেশে আসবেন রোনালদিনহো।
ব্রাজিলের জার্সিতে ৯৭ ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন রোনালদিনহো। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এ তারকা ফুটবলার ক্যারিয়ারে খেলেছেন পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবে। এছাড়া তিনি পিএসজির হয়ে ৫৫ ম্যাচে ১৭ গোল, বার্সার হয়ে ১৪৫ ম্যাচে ৭০ গোল ও এসি মিলানের হয়ে ৭৬ ম্যাচে ২০ গোল করেন।