বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

বার্নসের সেঞ্চুরিতে অজিদের শক্ত জবাব দিচ্ছে ইংল্যান্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

এজবাস্টনে বার্নসের সেঞ্চুরিতে শক্ত অজিদের জবাব দিচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অজিদের ২৮৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৪ উইকেটে ২৬৭ রান তুলেছে ইংল্যান্ড। তারা পিছিয়ে মাত্র ১৭ রানে।

স্বাগতিকদের হয়ে শক্ত প্রতিরোধের মূল কারিগর ওপেনার রোরি বার্নস। বামহাতি ওপেনারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ভর করে জবাব দিচ্ছে ইংলিশরা। তিনি অপরাজিত ১২৫ রানে।

দিনের শুরুতে মাত্র ২২ রানে ১ উইকেট পড়লে জো রুটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩২ রানের জুটি গড়ে পরিস্থিতি সামলান বার্নস। রুট ৫৭ রান করে ফিরলে ডেনলি ১৮ রানে কিছুক্ষণ সঙ্গ দিলেও তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। বাটলার মাত্র ৫ রানে ফিরলে বেন স্টোকসকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে দিন শেষ করেন বার্নস।

 

স্টোকস ব্যাট করছেন ৩৮ রানে। অবশ্য ইংলিশদের ইনিংসে ভাগ্যের ছোঁয়াও ছিল। ২১ রানে লায়নের বলে বার্নসের লেগ বিফোরের আবেদ নাকচ হয়েছে, অস্ট্রেলিয়া রিভিউ নিলে নির্ঘাত আউট ছিলেন তিনি! তা আর হয়নি। ৯ রানে ব্যাট করতে থাকা রুট বেঁচে যান বল স্টাম্পে লাগার পরেও! প্যাটিনসনের ডেলিভারি বেলস ফেলতে পারেনি তার।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন জেমস প্যাটিনসন। একটি করে নেন প্যাট কামিন্স ও পিটার সিডল।