‘ফিজিক্যালি চ্যালেঞ্জড’ দল যাচ্ছে ইংল্যান্ড
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৪ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট র্বোড আয়োজিত পাঁচ জাতি ফিজিক্যাল ডিজেবিলিটি ওয়ার্ল্ড সিরিজ-২০১৯ টুর্নামেন্টে অংশ নিতে ইংল্যান্ড যাচ্ছে ১৬ সদস্যের বিসিবি দল। শুক্রবার বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে তাদের।
৫ থেকে ১৫ আগস্ট আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড দল অংশ নিবে।
বৃহস্পতিবার আইসিআরসির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক রেড ক্রস (আইসিআরসি) বাংলাদেশ দলকে স্পনসর করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) শুরু থেকেই এ উদ্যোগের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত।
ফিজিক্যালি চ্যালেঞ্জড দলের ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান এবং কোচ হিসেবে আছেন রাশেদ ইকবাল।
গত কয়েক মাস ধরে বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল বিকেএসপিতে নিয়মিত অনুশীলন করেছে।
আইসিআরসির বাংলাদেশের হেড অফ ডেলেগেশন জেরার্ড পেত্রিনিয়েঁ বলেন, ‘আমরা অনেকদিন ধরেই সহযোগীদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলায় অংশগ্রহণের লক্ষ্যে যৌথভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে আসছি। যেমন ২০১৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত পাঁচ জাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনসহ খেলোয়াড়দের ইংল্যান্ড ও দুবাইতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে। এ উদ্যোগের ফলে প্রতিবন্ধী ব্যাক্তিরাও সক্ষম ব্যক্তিদের মত সক্রিয় হয়ে খেলায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও আইসিআরসি বিসিবিসহ অন্যান্য সহযোগীদের সাথে সম্মিলিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।’
খেলার সূচি:
বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড দল:
মো. রাসেল সরকার, মো. মনির হসেন, মোহাম্মদ কাজল হোসেন, মো. মনিরুজ্জামান, মো. আলম খান, মো. জাভেদ ভূইয়া, আকবর হোসেন, মো. ইমরান মাহফুজুর রহমান, এস এম শাহরিয়া শামীম (উইকেট কিপার), দ্রুপম পত্রনবিশ(অধিনায়ক), শরিফুল ইসলাম, অপূর্ব কুমাপ পাল,তানভিরুল ইসলাম, মো জাহিদ হাসান এবং মাহবুবুল আলম