পুরস্কারের বাইক চালিয়ে এ কী কাণ্ড ঘটালেন মেন্ডিস! (ভিডিও)
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২১ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

ম্যাচ সেরার পুরস্কার হিসাবে পেলেন অত্যাধুনিক বাইক।.কিন্তু মাঠের মধ্যে সেই সুপার বাইক চালাতে গিয়েই ঘটে যত বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতার পর এমন কাণ্ড ঘটালেন মেন্ডিস। সতীর্থকে পিছনে বসিয়ে মাঠের মধ্যেই বাইক ছোটাচ্ছিলেন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পড়লেন। চোটও লাগল তার।
বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে বাংলাদেশকে পেয়ে হোয়াইটওয়াশ করেছে তারা। একদিনের সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। সিরিজ জিতে উঠেই পুরস্কার হিসাবে পাওয়া বাইক নিয়ে মাঠে চালাতে গিয়েছিলেন মেন্ডিস। তখনই মাঠের এক প্রান্তে বাঁক নিতে গিয়ে বাইক স্কিড করে যায়। ছিটকে পড়েন মেন্ডিস ও তার সতীর্থ। সঙ্গে সঙ্গে আশেপাশে থাকা লোকজন ছুটে আসেন। গুরুতর চোট না পেলেও বাইকের নিচে তার পা আটকে যায়। তাকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল মাঠকর্মীদের।