বুধবার   ০৬ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১১ সফর ১৪৪৭

ভারতে অনুপ্রবেশের অভিযোগে মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আটক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০০ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

ভারতে অবৈধ ভাবে প্রবেশের অভিযোগে মালদ্বীপের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আহমেদ আদিব আবদুল গফুর’কে আটক করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর তুতিকোরিন বন্দর কর্তৃপক্ষের হাতে আটক হন তিনি।

আহমেদ আদিব পণ্যবাহী একটি জাহাজের ক্রু সেজে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

 

দেশটির স্থানীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, তুতিকোরিন বন্দর কর্তৃপক্ষ মালদ্বীপের সাবেক উপ-রাষ্ট্রপতি আহমেদ আদিবকে আটক করেছেন। 

আহমেদ আদিব বেশ কয়েক মাস ধরেই আত্মগোপনে রয়েছেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। তবে দেশটির সুপ্রিম কোর্ট সেই রায়কে স্থগিত করে ফের নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে।