বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

রাজপথে টাকা উড়াচ্ছেন যুবক, ধরে নিয়ে গেলেন পুলিশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

রাজপথে টাকা উড়ানোর কারণে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুবাইয়ের ব্যস্ত রাজপথে দাঁড়িয়ে টাকা উড়ানোর সময় তাকে গ্রেফতার করা হয়। টাকা উড়ানোর সময় ওই যুবক ফেসবুকে লাইভ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্যই তিনি এ কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। তাকে কেবল এশিয়ার কোনো দেশের বাসিন্দা বলে উল্লেখ করেছে দুবাই পুলিশ। তাছাড়া তিনি রাস্তায় মোট কত টাকা উড়িয়েছেন সে সম্পর্কেও কোনো ধারণা পাওয়া যায়নি।

 

এই ঘটনার পর দুবাই পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, শহরের বাসিন্দাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরো সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে তিনি ইউজারদের প্রতি ফেসবুক ও টুইটারে দেশের মূল্যবোধ, সংস্কৃতি ও প্রথা বিরোধী কিছু প্রচার করা থেকে বিরত থাকারও আহ্বান জানান।