বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

পুরুষ সঙ্গী ছাড়াই দেশের বাইরে ঘুরবেন সৌদি নারীরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৩ আগস্ট ২০১৯ শনিবার

ধর্মীয় রীতিনীতি ও রক্ষণশীলতা ভেঙে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেছে সৌদি আরব। বিশেষত দেশটির নারীদের জন্য আরোপিত বেশ কিছু বিধিনিষেধ এরইমধ্যে তুলে নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন থেকে দেশের বাইরে ভ্রমণ করতে আর কোনো পুরুষ সঙ্গী বা অভিভাবক লাগবে না সৌদির নারীদের। ওই নারী চাইলে একাই দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন। 

শুক্রবার রাজকীয় এক ডিক্রিতে এ ঘোষণা দেয়া হয়েছে। 

এর ফলে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই এখন ২১ বছরের বেশি বয়সী যে কোনো সৌদি নারী পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

নতুন ডিক্রি অনুযায়ী সৌদি নারীরা এখন শিশুদের জন্ম নিবন্ধন, বিবাহ ও তালাক নিবন্ধন করতে পারবে। ডিক্রিতে নারীর কর্মসংস্থানের ক্ষেত্রও অনেকটা সম্প্রসারিত হচ্ছে। কাজ পাওয়ার ক্ষেত্রে শারিরীক কোনো অক্ষমতা, লিঙ্গ বা বয়সের কারণে কোনো বৈষম্য করা হবে না।

 

এতদিন সৌদি নারীদের স্বামী, পিতা বা অন্য কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট বা বাইরে ভ্রমণের অনুমতি দেয়া হতো না। ২০১৬ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্সের দায়িত্ব নেয়ার পর থেকে নারীদের বিভিন্ন অধিকার দেন। 

দেশে নির্যাতিত হওয়ার অভিযোগ এনে সম্প্রতি কয়েকজন সৌদি তরুণী দেশের বাইরে পালিয়ে যান। এরপরই এ নিয়ে নতুন ডিক্রি জারি হলো।