সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

আতঙ্ক নয়, উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আতঙ্ক নয়, উৎসবমুখর পরিবেশে সবাই ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন।

 

তিনি বলেন, ভোটগ্রহণে কেউ যেন বাধা না দেয় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতার প্রয়োজন আছে।