শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

উত্তেজনার মধ্যেই পাকিস্তান সীমান্তে ২৫ হাজার সেনা মোতায়েন ভারতের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৭ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

সম্প্রতি কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানের মধ্যে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে স্থানীয় এক তরুণের আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠে।

এই উত্তেজনার মধ্যেই পাকিস্তান সীমান্তে ২৫ হাজার নতুন সেনা মোতায়েন করেছে ভারত।

সরকারি কর্মকর্তাদের বরাতে স্থানীয় পত্রিকাগুলোর খবরে এমন তথ্য পাওয়া গেছে। খবর এনডিটিভির।

 

রাজস্থান ও কাশ্মীরে আন্তর্জাতিক সীমান্তে এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত ৩১ জুলাই ইসলামাবাদে ভারতীয় দূতকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে প্রতিবাদ জানানো হয়েছে।

দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত-পাকিস্তান ২০০৩ সাল থেকে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। অঞ্চলটিতে ক্রমাগত অস্থিশীলতায় বিভিন্ন উগ্রপন্থীদের উত্থান ঘটছে বলে দাবি করা হচ্ছে।