শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

শক্তিশালী ভূমিকম্প চিলিতে। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮ মাত্রার।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউএস জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট অনুযায়ী, মধ্য চিলির ভালপারাইসোর উপকূলীয় শহরের দক্ষিণ-পশ্চিমে ১৪০ কিলোমিটারে এই কম্পন অনুভূত হয়।

 

চিলির ন্যাশনাল এমারজেন্সি অফিস থেকে জানানো হয়েছে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। সরকারি সংস্থা বিষয়টির ওপর নজর রাখছে। সুনামির আশঙ্কার কথা মাথায় রেখে দেশের নৌ ও সেনা বাহিনীকে অবগত করা হয়েছে ইতোমধ্যেই।