বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

ইয়েমেনে সেনা কুচকাওয়াজে হামলা, নিহত ৪০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

ইয়েমেনের বন্দর নগরী এডেনে সেনাবাহিনীর কুচকাওয়াজে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন ৪০ জন। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

বৃহস্পতিবার দেশটির দুই স্থানে আত্মঘাতী হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। 

এ হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী। 

 

প্রথম হামলাটি চালানো হয় এডেনের দক্ষিণাঞ্চলীয় শেখ ওথমান এলাকায়। পশ্চিমাঞ্চলীয় এডেনে আলা জালা'আ সেনা ক্যাম্পে দ্বিতীয় হামলাটি চালানো হয়।