শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

১১ বছরের পথ চলা শেষ, বিচ্ছেদের পথে দিয়া মির্জা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

দীর্ঘ এগারো বছরের বিবাহিত জীবনে ইতি টানতে চলেছেন অভিনেত্রী দিয়া মির্জা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে স্বামী সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়ে লম্বা একটা লেখা পোস্ট করেন দিয়া। তবে দুজনের সম্মতিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

ট্যুইটারে লম্বা একটা পোস্টে দিয়া লেখেন, দীর্ঘ ১১ বছর একসঙ্গে পথ চলার পর আমরা দুজনে মিলিতভাবে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। তবে বিচ্ছেদের পরেও আমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের দুজনের পথ এখন আলাদা হলেও বন্ধনটা অটুটু থাকবে। আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ পাশে থাকার জন্য। ধন্যবাদ সংবাদমাধ্যমকেও। আশা করব সবাই আমাদের গোপনীয়তাকে সম্মান জানাবেন।

তবে এ বিষয়ে প্রকাশ্যে অবশ্য দিয়া ও সাহিল কেউই মুখ খুলতে রাজি হননি। দিয়ার পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন সাহিল সংঘা।