শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

যার অনুপ্রেরণায় আবারো ফিরলেন শ্রাবন্তী!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর আপাতত চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কাজ ও সংসার দুটোই সামলাচ্ছেন সমান তালে। তবে এত কিছুর মাঝেও সব অভিনেতা অভিনেত্রীদের ফিটনেসের দিকে নজর দিতে হয়।

সাধারণত আর পাঁচজনের মতো শ্রাবন্তীও আবার শুরু করলেন জিম। নায়িকা নিয়মিত শরীরচর্চা করছেন। তবে এবার একটু বেশি করেই এ বিষয়ে মনসংযোগ করেছেন নায়িকা।

 

 

অভিনেত্রীর কথায়, বর্তমানে তার শরীরচর্চার ক্ষেত্রে অনুপ্রেরণা তার স্বামী রোশন। সোশ্যায় মিডিয়ায় জিমে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন শ্রাবন্তী নিজেই।

প্রসঙ্গত, শ্রাবন্তীর স্বামী রোশন সিং পেশায় কেবিন ক্রু সুপারভাইজার, পাশাপাশি পার্কসার্কাসে একটি ফিটনেস জিমের মালিক। রোশন নিজেও নিয়মিত শরীরচর্চা করেন। তাই শরীরচর্চার ক্ষেত্রে তিনি স্ত্রী শ্রাবন্তীকে অনুপ্রেরণা যোগাবে সেটাই স্বাভাবিক।