শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

কোটি টাকার গাঁজা পাচার, গ্রেফতার সম্ভ্রান্ত গৃহবধূ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

একটি সুইফ্ট ডিজায়ার গাড়িতে এলাকায় সবসময় চলাফেরা করতেন। সবাই সম্ভ্রান্ত পরিবারের একজন গৃহবধূ বলেই চেনে ওই নারীকে। সেই তিনিই কি না গাঁজা পাচারের মূল হুতা! 

কোটি-কোটি টাকার গাঁজা পাচারের অভিযোগে ভারতের খড়গপুর গ্রাম পুলিশ তারা বিশাল নামে এক নারীকে গ্রেফতার করেছে। তার বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোগ্রাম গাঁজা ও এক লাখ ২৯ হাজার টাকা-সহ একটি সুইফট ডিজায়ার গাড়ি জব্দ করেছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওডিশা থেকে গাঁজা পাচারের জন্যে ওই সুইফট ডিজায়ার গাড়িটিই ব্যবহার করা হত। তাতে করে আসতো লাখ টাকার গাঁজা। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গোবিন্দ চন্দ্র সাহু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। 

 

দুজনকেই বুধবার তোলা হয় মেদিনীপুর আদালতে। এলাকাবাসী বলছেন, তারা কখনই ভাবেননি তারা বিশাল নামে ওই মহিলা এসব কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বরং এলাকায় অত্যন্ত সজ্জন, সম্ভ্রান্ত বলেই পরিচিত ছিলেন তিনি। কারো সঙ্গে বিশেষ কথাও বলতেন না।