শনিবার   ০৯ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৫ ১৪৩২   ১৪ সফর ১৪৪৭

৬ তলা ভবন থেকে পড়েও বেঁচে গেলো ৩ বছরের শিশু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

দাদা-দাদির কাছে তিন বছরের শিশুকে রেখে অফিসে গিয়েছিলেন বাবা-মা। দাদা-দাদিও জরুরি প্রয়োজনে শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলো মার্কেটে। কিন্তু বারান্দার দরজা ছিলো খোলা। ঘুম ভেঙ্গে কাউকে না পেয়ে শিশুটি খোলা দরজা দিয়ে ছয়তলার বারান্দা বেয়ে নিচে নামার চেষ্টা করলো, আর ঘটলো বিপত্তি। বারান্দা থেকে নিচে পড়ে গেলো সে। 

সম্প্রতি চীনের চংকিং শহরে ঘটেছে এ ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের ধারন করা ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় শিশুটি বারান্দার গ্রিল ধরে ঝুলছে। এ ঘটনা দেখে ভবনটির কর্মী ও প্রতিবেশীরা খুব দ্রুত বড় একটি কম্বল নিয়ে এসে তা নিচে মেলে ধরে। এর কিছুক্ষণ পরই শিশুটি বারান্দা থেকে পড়ে যায়। তবে নিচে কম্বল থাকায় প্রাণে বেঁচে যায় সে। শিশুটির শরীরে কোন আঘাত বা ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বারান্দা থেকে শিশুটির নিচে পড়ে যাওয়ার রোমহর্ষক ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। শহরটির কর্তৃপক্ষ যেসব পরিবারে ছোট শিশু রয়েছে, সে পরিবারগুলোকে শিশুদের ব্যাপারে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে।

 

ভিডিওটি এখানে দেখুন