রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

মিসাইল লঞ্চার নিয়ে প্লেনে ওঠার চেষ্টা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

বিমানবন্দর কঠোর নিরাপত্তায় আচ্ছাদিত এক জায়গা। আর সেখানেই বিনা অনুমতিতে এক ব্যক্তি মিসাইল লঞ্চার নিয়ে বিমানে ওঠার চেষ্টা করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাল্টিমোর আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। খবর- বিবিসি।

মঙ্গলবার  বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে বিবিসি জানায়, নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দেয়া ওই যাত্রী টেক্সাসের জ্যাকসনভিলের বাসিন্দা। 
 
নিরাপত্তা কর্মকর্তারা জানায়, ওই ব্যক্তির লাগেজ চেকিংয়ের সময় একটি মিসাইল লঞ্চার পাওয়া যায়। তবে সেটি কার্যক্ষম ছিল না। মিসাইলটি উদ্ধার করে স্টেট ফায়ার মার্শালের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরে ওই ব্যক্তিকে প্লেনে উঠতে দেয়া হয়েছে। মিসাইল লঞ্চারটি কুয়েত থেকে আনা স্যুভেনির (স্মারক) বলে তিনি দাবি করেন।

 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বিমানে সামরিক অস্ত্র বহন করা নিষিদ্ধ। তবে দেশটিতে এ ধরনের অদ্ভুত ঘটনা এবারই প্রথম ঘটেনি। ২০১৮ সালেই নিয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এক দম্পতির কাছে জোড়া রেপ্লিকা গ্রেনেড পাওয়া যায়।