শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শুভ জন্মদিন অরুণা বিশ্বাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

অরুণা বিশ্বাস। আশির দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। ১৯৬৭ সালের আজকের দিনে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। আজ নায়িকার শুভ জন্মদিন। 

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য দুই শিল্পী অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎস্না বিশ্বাস দম্পতির সুযোগ্য উত্তরসূরি অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস প্রথম অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘একটি বেতার’ নাটকে। এরপর নরেশ ভূঁইয়ার লেখায় ‘এখানেই জীবন’ নাটকে অভিনয় করেন তিনি। ‘চাপাডাঙ্গার বউ’ ছবিতে অভিনয় করে দর্শকের মনে ঠাঁই করে নেন অরুনা বিশ্বাস।

জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন নেই জনপ্রিয় এই নায়িকা। অরুণা বিশ্বাস জানান, বছরের অন্যান্য সাধারণ দিনের মতো করেই কাটবে এবারের জন্মদিন।

 

শতাধিক ছবির নায়িকা হিসেবে অভিনয় করা গুণী অভিনেত্রী অরুনা বিশ্বাস। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অরুণা বিশ্বাস বর্তমানে ব্যস্ত রয়েছেন এম রাহিম পরিচালিত ‘শান’ ছবির কাজ নিয়ে। এ ছবিতে তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী।