বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

সৌম্যের ফিফটিতে দলের শতক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১১ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

আবারও ব্যর্থ তামিম, তার পথ ধরে ব্যর্থ বিজয়, অন্যদিনের মতো হাল ধরতে পারেননি মুশফিকও। শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে টাইগাররা। এর মধ্যে সৌম্য-সাব্বিরের ব্যাটে শতক পেরোল বাংলাদেশ। আজ সৌম্যের ব্যাট হেঁসেছে। তার ব্যাট থেকে আসে ব্যক্তিগত ৫৫ রান।     

শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক শ্রীলংকা এবং সফরকারী বাংলাদেশ। লংকানদের করা রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় টাইগাররা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান। 

 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও আনামুল হক। তবে বরাবরের মতো ব্যর্থ তামিম। আজ ফিরলেন মাত্র ২ রানে। তার জায়গায় ক্রিজে এসেছেন সৌম্য সরকার। 

বহুদিন পর দলে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ আনামুল হক বিজয়। তিনি ১৪ করে ফেরার একটু পরেই আউট হন দলের ভরসা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও। মুশফিক ফেরেন ১০ রানে। 

অফ ফর্মের ধারা অব্যাহত রেখে ব্যর্থতার বৃত্তে বন্দী রইলেন মিথুন-রিয়াদও। দুজনেই দাসুন শানাকার শিকার হওয়ার পূর্বে করেন যথাক্রমে ৪ ও ৯ রান।  

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুঁইয়েছে সফরকারীরা। হোয়াইটওয়াশ না হতে চাইলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। 

এর আগে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ২৯৪ রান।