সাইফেই রইলেন জামাল ভূঁইয়া
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

সাইফ স্পোর্টিংয়েই থাকছেন জামাল ভূঁইয়া। ডেনমার্কের বাংলাদেশি বংশোদ্ভুত এই মিডফিল্ডারের সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
ক্লাব সূত্রে জানা গেছে, বছরে বাংলাদেশ অধিনায়ককে পারিশ্রমিক বাবদ ৬৬ লাখ টাকা দেওয়া হবে।
এই মৌসুমেই সাইফের সঙ্গে চুক্তি শেষ হয় জামালের। কিন্তু ভালো পারফরম্যান্স করায় তার ওপর আস্থা রাখছে ক্লাব কর্তৃপক্ষ। তাই টানা তৃতীয় মৌসুম তার সঙ্গে চুক্তি নবায়ন করলো সাইফ। অবশ্য দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে আরও আগে।
মঙ্গলবার সাইফ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ‘সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, তারা তাদের ক্লাবের ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশ ফুটবল মৌসুম ২০১৯-২০’র জন্য চুক্তি নবায়ন করেছে।’
দলটির ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দীন চৌধুরী বলেন, ‘জামাল ভূঁইয়াকে আমরা আগামী মৌসুমের জন্যও রেখে দিয়েছি। আগের চুক্তি শুধু নবায়ন করা হয়েছে। আজই আমরা এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছি।’
চুক্তির আনুষ্ঠানিকতা শেষে উচ্ছ্বসিত কণ্ঠে জামাল বলেছেন, ‘হ্যাঁ, আগামী মৌসুমেও আমি সাইফেই থাকছি। তাদের সঙ্গে আমার বোঝাপোড়া ভালো। এছাড়া এই ক্লাবে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছি। আর পারিশ্রমিক আগের মতোই আকর্ষণীয়।’