শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

মারামারি নিয়ে মুখ খুললেন মেসি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

অ্যান্টিগার ইবিজায় এক পার্টিতে উপস্থিত ছিলেন বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি। পার্টিতে মেসির সঙ্গে এক মদ্যপ ব্যক্তির মারামারি হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে। সোমবার সারাদিন এই খবর পত্রিকার শিরোনাম ছিল। তবে এ ব্যাপারে মেসির কোনো মন্তব্য ছিল না। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন মেসি।

ইন্সটাগ্রামে সেই রাতের একটি ছবি পোস্ট করে আশ্বস্ত করেছেন, তেমন কোনো ঘটনাই ঘটেনি সেদিন। মেসির পোস্ট করা সেই ছবিতে তার স্ত্রী আন্তোনিও রোকুজ্জো ছাড়াও আছেন বন্ধু সুয়ারেজ। আছেন আরো বেশ কয়েকজন বন্ধু।

ওই ঘটনা নিয়ে মেসি লিখেছেন, ‘রোববার ইবিজায় বন্ধুদের নিয়ে চমৎকার সময় কাটল। যে খবর ছড়িয়েছে, বাস্তবে এমন কিছুই হয়নি। সবকিছুই চমৎকার ছিল।’