এসএ গেমসের ক্যাম্পে ডেঙ্গুতে আক্রান্ত ৫ ক্রীড়াবিদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

সারা দেশে বর্তমান সময়ের আতংকিত নাম ডেঙ্গু। ঢাকা থেকে একের পর এক ছড়িয়ে পড়েছে সারা দেশে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশের ৬০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। ১৫ হাজারেরও বেশি আক্রান্ত ডেঙ্গু জ্বরে। এদের মধ্যে এসএ গেমসের ক্যাম্পে থাকা ৫ জন খেলোয়াড় এ আক্রান্ত।
ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে বিওের তত্ত্ববধানে ২৩টি খেলার ৬৬৬ জন ক্রীড়াবিদকে নিয়ে চলছে আবাসিক ক্যাম্প। ক্যাম্পেই ৫ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ট্রেনিং কমিটির সদস্য সচিব এ কে সরকার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার জানা মতে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। কাবাডি ও খো খো’র দুজন আর বাস্কেটবলের একজন খেলোয়াড়। তারা ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ছিলেন।’
মঙ্গলবার বিওএ ট্রেনিং কমিটির সঙ্গে কয়েকটি ফেডারেশনের জরুরি সভায় ডেঙ্গু নিয়ে আলোচনা হয়েছে। এ কে সরকার জানিয়েছেন, ‘আমরা আবাসিক ক্যাম্পে মশারি দিচ্ছি, সবাইকে সতর্ক থাকতে বলছি। ফেডারেশনের কর্মকর্তারা ডেঙ্গু নিয়ে ভীষণ উদ্বিগ্ন।’
ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মহিলা ক্রীড়া সংস্থার অবস্থান। সেখানে ডেঙ্গুর প্রকোপ নিয়ে ভীষণ উদ্বিগ্ন সংস্থাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী, ‘বিওএ আমাদের কিছুই জানায়নি। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে স্থানীয় ওয়ার্ড কমিশনারের সহায়তায় মাসে দুবার মশার ওষুধ দেয়ার ব্যবস্থা করেছি। ক্যাম্পে নিয়মিত মশার কয়েল ও স্প্রে দেয়া হয়। তবে এত বড় কমপ্লেক্স দেখাশোনার সামর্থ্য আমাদের নেই। আমাদের তাকিয়ে থাকতে হয় জাতীয় ক্রীড়া পরিষদের দিকে। মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিচ্ছন্ন রাখতে আরও লোকবল প্রয়োজন।’
এ বিষয়ে বিওএ’র উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুরের বক্তব্য, ‘বিওএ’র মহাসচিব ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে আবাসিক ক্যাম্পগুলোতে নিয়মিত মশার ওষুধ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।’