গফরগাঁওয়ে নৌকার নির্বাচনী পথসভায় চার তারকা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নৌকা প্রতীকের শেষ পথসভা বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার যশরা ইউনিয়নের আঠারো দানা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জনপ্রিয় খল নায়ক মনোয়ার হোসেন ডিপজল, কৌতুক অভিনেতা আফজাল শরীফ, ববি ও ছোট পর্দার জনপ্রিয় নাইকা আঁচল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, তারিকুল ইসলাম রিয়েল, সাহাবুল আলম প্রমূখ।
তারকারা তাদের বক্তব্যে দেশের অগ্রযাত্রা ও জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ তারিখ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান।
ডিপজলের বকৃতার সময় উপস্থিত লোকজন ডিপজলকে ছবির সংলাপ দেওয়ার দাবি জানালে ডিপজল অভিনয়ের ভঙ্গিতে বলেন, আগামী ৩০ তারিখ সারাদিন নৌকায় ভোট দিয়া বিএনপির ধানের শীষ মার্কার সান্ডে-মান্ডে কলুস কইরা দিবি। মনে থাকে যেন বাবেল ভাইরে এমপি আর শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানাইতে অইবো। কি আমার কথা মনে থাকবো? সবাই হাত তুইলা দেহা’ উপস্থিত হাজারো মানুষ দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন।
সন্ধ্যার পর গফরগাঁও পৌর শহরে আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে তারকারা অংশগ্রহণ করেন।
