বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

শেষ ম্যাচে জয় পেতে মরিয়া তামিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে শ্রীলংকা সফরে যায় বাংলাদেশ। কিন্তু সিরিজ হেরে দুঃস্মৃতি সঙ্গী করে ফেলেছেন তারা। সেই স্মৃতি আরো বড় রূপ ধারণ করতে পারে, যদি সিরিজের শেষ ম্যাচেও হেরে যায় টাইগাররা। কারণ সিরিজ হারের পাশাপাশি হোয়াইটওয়াশের মুখে পড়তে হবে তামিম ইকবালের দলকে। তাই যে কোনোভাবে জয় নিয়ে দেশে ফিরতে চাইছেন বর্তমান এ অধিনায়ক।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় লংকানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমরা সিরিজ হেরে গেছি। ৩-০ আর ২-১ এর মধ্যে পার্থক্য হবে। আমরা অন্তত নিজেদের প্রমাণ করতে পারব। প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছি সেভাবে খেলতে পারিনি। কিন্তু শেষ ম্যাচটি নিজেদের আত্মতৃপ্তির জন্য জেতা উচিত। দেশে সবাই প্রত্যাশা করছে, অন্তত একটা জয় নিয়ে ফেরার।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনোটাতেই ভালো করতে পারেনি বাংলাদেশ। তামিম নিজেও জানেন সিরিজ হারের কারণ। এ ব্যাপারে বলেন, আমরা প্রথম দুই ম্যাচে তিন বিভাগেই কোনো না কোনো সময় ভুল করেছি। ব্যাটিংয়ে যে রকম শুরু আশা করেছিলাম, তেমনটি হয়নি। আবার বোলিংয়ে যে রকম আশা করেছিলাম, তেমন করতে পারিনি। ফিল্ডিংয়ে যেমনটা করার দরকার ছিল, তাও পারিনি। তাই আমরা প্রত্যেকেই ব্যর্থতার জন্য দায়ী। শেষ ম্যাচে কিছু পেতে হলে তিন বিভাগকেই এগিয়ে আসতে হবে।