এ কোন অপরিচিত রিয়াল?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

নতুন মৌসুম শুরুর আগে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ কোন পথে যাচ্ছে! প্রাক মৌসুমে চার ম্যাচের মধ্যে তিনটিতেই হারল রিয়াল। আর্সেনালের বিপক্ষে জিতেছে সেটিও টাইব্রেকারে। এ চার ম্যাচে মোট ১৩ গোল হজম করেছে রিয়াল। এর মধ্যে শেষ দুই ম্যাচেই হজম করল ৮ গোল।
গতকাল মঙ্গলবার টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে গেছে রিয়াল। অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৭ গোল হজমের পর চোট পান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এতে রিয়াল গোলপোস্টে ফেরার পথ খুলে যায় নাভাসের। গতকাল ম্যাচে প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে আরো একটি সেভ করেন কোস্টারিকান এ গোলরক্ষক।
এ ম্যাচে পরাজয়ের ফলে অডি কাপের সেমি ফাইনাল থেকে ছিটকে পড়ল রিয়াল। ফাইনালে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে টটেনহ্যাম। সেমির অপর ম্যাচে ফেনারবাখকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে আরো তিনটি প্রীতি ম্যাচ খেলবে রিয়াল। ফেনারবাখ, সালজবুর্গ ও রোমার মুখোমুখি হবে জিদানের দল।