ডেঙ্গু রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন মাশরাফী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

আসন্ন ঈদুল আজহায় নিজ গ্রামে ফেরার স্রোত বেড়ে যাবে ঘরমুখো মানুষের। আর এই স্রোতে জেলা শহরগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সরকার ও বিশেষজ্ঞ মহল। তাই বিষয়টি মাথায় রেখে জেলার দরিদ্র ও অসহায়সহ যে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয়, সে লক্ষ্যে নিজের সংসদীয় এলাকায় ব্যবস্থা গ্রহণ করেছেন নড়াইল-২ আসনের এমপি ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনয়াক মাশরাফী বিন মোর্ত্তজা।
প্রতিনিয়ত ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় বেড়েই চলেছে। ডেঙ্গু প্রতিরোধে অন্য এমপিরা যেখানে এখনো নিষ্ক্রিয়, সেখানে এগিয়ে এসেছেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন সংসদ সদস্য মাশরাফী। ঈদে ডেঙ্গু পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মঙ্গলবার মাশরাফী নিজেই স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনায় সচিব এই মুহূর্তে এমপিদের এগিয়ে আসার আহ্বান জানান। মাশরাফী তাৎক্ষণিক তার আসনে ঈদে আগত সব ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্বভার গ্রহণের কথা সচিবকে জানান।
এ বিষয়ে মাশরাফী বলেন, এমপি হিসেবে জনগণের পাশে থাকাই আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালনের চেষ্টা করছি।