বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

সুজনের দোষ দেখছেন না তামিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

বিশ্বকাপ থেকেই খারাপ অবস্থার শুরু, যার রেশ রয়েছে শ্রীলংকার বিপক্ষে সিরিজেও। প্রথম দুই ওয়ানডে হেরে ইতোমধ্যে সিরিজও খুইয়েছে বাংলাদেশ। এর মাঝে নতুন খবর, সিরিজ হারার পর ক্যাসিনোতে দেখা গিয়েছে ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনকে।

শেষ ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসব ব্যাপারে তামিমকে প্রশ্ন করা হলে ব্যর্থতার দায় সুজনকে দিতে রাজি হননি তিনি। 

শ্রীলংকা সিরিজে যাচ্ছেতাই পারফর্ম করছে টিম বাংলাদেশ। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- তিন বিভাগেই দল হিসেবে চরম ব্যর্থ টাইগাররা। বুধবার শেষ ম্যাচেও হেরে গেলে প্রায় ১২ বছর পর শ্রীলংকার মাটিতে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

 

তবে তামিমের মতে কোচ খালেদ মাহমুদ সুজন সাফল্য পাওয়ার জন্য সবকিছুই করছেন। তিনি বলেন, ‘এমন (সব দোষ কোচের) কিছু নয়। আমাদের বর্তমান যে কোচ আছেন তিনি আসলেই তার সেরাটা চেষ্টা করেছেন। তিনি গতানুগতিকের বাইরেও অনেক কিছু করার চেষ্টা করেছেন। সাফল্য পেতে যা যা সম্ভব সবই করেছেন।’

এসময় দলের ব্যর্থতার দায় কোচের নয় জানিয়ে তামিম আরও বলেন, ‘যখন আমরা ভালো খেলছি না তখন তার দায় কোচের ওপর দেওয়া ঠিক না। আমরা যখন ভালো করছি না তখন কোচকে দায় দেওয়ার মানে হয় না।’

সিরিজের শেষ ম্যাচে আগামীকাল (বুধবার) শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।