মালিকের পর ভারতের জামাই হচ্ছেন হাসান আলি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৫৫ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

শোয়েব মালিকের পর এবার আরেক পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় মেয়ে বিয়ে করতে যাচ্ছেন। তিনি পেসার হাসান আলী। আগামী ২০ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। কনে শামিয়া আরজুর বাড়ি ভারতের হরিয়ানায়।
তবে ভারত কিংবা পাকিস্তানের কোথাও হবে না এ বিয়ের অনুষ্ঠান। হাসান-সামিয়ার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে দুবাইয়ের আটলান্টিস পাম হোটেলে।
হাসানের শ্বশুর লিয়াকত আলি মিডিয়াকে জানিয়েছেন, ১৭ আগস্ট হাসানের পরিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে।
জানা গেছে, সামিয়া বর্তমানে এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। মা-বাবার সঙ্গে থাকেন দুবাইয়ে। সেখানেই এক বন্ধুর মাধ্যমে সামিয়ার সঙ্গে পরিচয় হয় হাসান আলির।
শুধু হাসান আলিই নয় এর আগে পাকিস্তানের জহির আব্বাস, মহসিন খানও ভারতীয় মেয়ে বিয়ে করেছেন। সর্বশেষ ২০১০ সালে অলরাউন্ডার শোয়েব মালিক বিয়ে করেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে।