বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

রবি শাস্ত্রীকেই কোচ হিসেবে পছন্দ কোহলির

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরই ভারতের কোচ রবি শাস্ত্রীর রণকৌশল নিয়ে প্রশ্ন ওঠে। বিশ্বকাপে ব্যর্থতার পর শাস্ত্রীকে সরানোর দাবি উঠলেও কোচ হিসেবে তাকেই চাইছেন অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে দলের কোচ হিসেবে কাকে চান-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।

বিরাট বলেন, রবি ভাইয়ের সঙ্গে দারুণ কাজ করেছি। দল হিসেবে দারুণ খেলেছি। উনিই কোচ থাকলে খুশি হব। কিন্তু কোচ বেছে নেয়ার কাজ করছে কমিটি। আমার মতামত দরকার কি না, সেটা ওদের ওপর নির্ভর করছে। এখনও পর্যন্ত এ ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। আগামীতে কী হবে বলতে পারছি না।
 
এর আগেও অধিনায়কের সঙ্গে মতবিরোধের জেরে কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শাস্ত্রীর পূর্বসূরী অনিল কুম্বলে। শোনা গিয়েছিল, বিরাটসহ ক্রিকেটাররা তার কড়া নিয়ম মানতে পারছিলেন না। সেক্ষেত্রে রবি শাস্ত্রী ক্রিকেটারদের কাছে একেবারে বন্ধুর মতো। সে কারণেই হয়তো শাস্ত্রীকে পছন্দ কোহলিদের।