রিয়াল মাদ্রিদে ফেরার আশায় রোনালদো
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৯ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার লিজেন্ড অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার হাতে পুরস্কার তুলে দেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। মূলত পেরেজের কারণেই রিয়াল ছেড়ে জুভেন্টাসে যেতে হয় রোনালদোকে।
মার্কা লিজেন্ড অ্যাওয়ার্ড জিতে নিজেকে সম্মানিত বোধ করছেন বলে জানান ম্যানইউ এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো রোনালদো। বর্তমানে জুভেন্টাসে খেলা এই তারকা দ্রুতই আবার মাদ্রিদে ফিরবেন বলে আশা প্রকাশ করেন।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসার পর এক দশক রিয়াল মাদ্রিদে কাটিয়েছেন রোনালদো। ক্লাবের হয়ে জিতেছেন সম্ভাব্য সবকিছু। ক্যারিয়ারের পাঁচটি ব্যালন ডি'অরের চারটি তিনি জিতেছেন রিয়ালে থাকাকালীন সময়ে। ছুঁয়ে দেখেছেন চারটি চ্যাম্পিয়নস ট্রফি। লা লিগা এবং কোপা দেল রে জিতেছেন দু'বার করে।
রিয়াল বস ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বনাবনি না হওয়ায় জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো।
মাদ্রিদের ব্যাপারে আবেগ গোপন রাখতে পারেননি রোনালদো। তিনি বলেন, ‘আমি ম্যানচেস্টার এবং মাদ্রিদকে মিস করি। জীবনের তাগিদে মাদ্রিদে বেশি সময় থাকতে হয়েছে। এখানে আমার ছেলে-মেয়ের জন্ম হয়েছে। মাদ্রিদ ছেড়ে যাওয়ার সময় আমার তাই খারাপ লেগেছে। আমি এই শহরকে অনেক মিস করি।’
এছাড়া মার্কা লিজেন্ড পুরস্কার জিতে রোনালদো বলেন, ‘এটা আমার ট্রফির জাদুঘরে ভালো একটা জায়গা পাবে। মাদ্রিদ আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। আর এটা মাদ্রিদেরই একটা পুরস্কার। যারা আমাকে পুরস্কার পেতে সহায়তা করেছেন, তাদেরকে ধন্যবান। ট্রফিটা আমার কাছে গর্বের প্রতীক। আশা করছি দ্রুতই এই শহরে ফিরতে পারবো।’