বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রামে নৌকার প্রার্থী বাদলের ব্যতিক্রমী রিকশা মিছিল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৬ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

চট্টগ্রামে রিকশা নিয়ে ব্যতিক্রমী মিছিল করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নৌকার প্রার্থী মইনউদ্দীন খান বাদল। মিছিলে নৌকার পোস্টারে সজ্জিত রিকশার ছিল দীর্ঘ সারি। সামনে ছিল মোটর সাইকেলের বহরও। রিকশা যাত্রীদের সবার মুখে নৌকার স্লোগান, হাতে ছিল সরকারের উন্নয়নের প্রচারপত্র। বহরের মাইকে বাজছিল ‘জয় বাংলা’ আর ‘নৌকার নির্বাচনী গান।’

বৃহস্পতিবার নগরের মোহরা এলাকায় প্রায় ১০ কিলোমিটার জুড়ে ব্যতিক্রমী এ রিকশা মিছিল নিয়ে গণসংযোগ করেন মইনউদ্দিন খান বাদল। রিকশায় চেপে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।

সাংবাদিক আলম দিদারের আয়োজনে রিকশা মিছিলে অংশ নেন ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. বিদ্যুৎ বড়ুয়া, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর, ব্যারিস্টার কফিল উদ্দিন, বিপ্লব দেব লালু, যুবলীগ নেতা ইকবাল হোসেন, মোহাম্মদ রুবেল, আসফাক খান, শাকিল হায়াত খান, আসাদুজ্জামান, এস এম মুন্না, ছাত্রলীগ নেতা মাহির আল ফয়সাল, শাহরিয়ার হোসেন অভি প্রমুখ।