কোনোভাবেই আ`লীগের বিজয় ঠেকানো যাবে না: দীপু মনি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:২৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
চাঁদপুর-৩ আসনের নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কোনোরুপ বুলেট কিংবা বোমা মেরে আওয়ামী লীগের বিজয় ঠেকিয়ে রাখা যাবে না। এই বিজয়ের মাসে ওই জামায়াত-শিবির সাম্প্রদায়িক গোষ্ঠীর বিজয় হতে পারে না। আপনারা নৌকার বিজয় উপহার দিন। জননেত্রী শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আপনাদের উপহার দিবেন।
বৃহস্পতিবার হাসানআলী উচ্চ বিদ্যালয়ের মাঠে শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটরদের উদ্দেশে দীপু মনি আরও বলেন, আমার সম্পদ তরুণ প্রজন্ম। তাদের স্বপ্ন পূরণ করার জন্য গত ১০টি বছর ধরে কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আপনাদের সেবক হয়ে বাঁচতে চাই।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন, শুধু চাঁদপুর-৩ আসনই নয়। চাঁদপুরের ৫টি আসনেই নৌকার বিজয় নিশ্চিত করবো।
বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, উন্নয়নের রোল মডেলে বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগই পারে। আওয়ামী লীগই পারবে। শেখ হাসিনাই পারবে। বিজয়ের মাসে নৌকার বিজয়ের মাধ্যমে আরও একটি বিজয় হবে। এটাই হোক প্রত্যয়।
সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী। পরে ডা. দীপু মনির নেতৃত্বে জনসভায় আসা কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে মিছিল বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীপু মনির বাসার সামনে শেষ হয়।
