শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আলমগীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে নায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা নিতে হাসপাতালে যান। চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। 

জ্বর নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন এই অভিনেতা। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দু-তিনদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করছেন তিনি।

আলমগীর বলেন, আপাতত কিছুটা ভালো আছি। চিকিৎসক আরো দু-তিন দিন হাসপাতালে থাকতে বলেছেন। সবার কাছে দোয়া চাই, যাতে দ্রুত সুস্থ হয়ে যাই।

 

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় চলচ্চিত্রাঙ্গনের তারকারা। 

প্রসঙ্গত, আলমগীরের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৭৩ সালে আমার জন্মভূমি দিয়ে। আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

সবশেষ গত বছর এই অভিনেতাকে 'একটি সিনেমার গল্প'  ছবিতে অভিনয় করতে দেখা গেছে। ছবিটি পরিচালনাও করেছেন তিনি। যেখানে ছবির প্রধান দুটি চরিত্রে দেখা গেছে আরেফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তকে।