বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩১ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

লজ্জা এড়ানোই লক্ষ্য, হতাশ কণ্ঠে তামিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৭ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু'টিতে হেরে এরই মধ্যে সিরিজ হাত ছাড়া হয়ে গেছে টাইগারদের। এখন হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার উপায় খুঁজছে টিম বাংলাদেশ। আজ লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া টাইগাররা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালকে দেখা গেল বেশ চিন্তিত ও বিমর্ষ। হতাশাই ঝরে পড়লো তার কণ্ঠে, ‘যে দুইটা ম্যাচ খেলেছি সেখানে তিন বিভাগেই কোনো না কোনো জায়গায় ভুল করেছি। ব্যাটিংয়ে যেমন শুরুটা আমরা আশা করেছি তেমন হয়নি কিংবা বোলিংয়ে যেমন নিয়ন্ত্রিত বোলিং করা দরকার ছিল তেমন নিয়ন্ত্রণ ছিল না। ফিল্ডিংয়েও একই অবস্থা।' 

তিনি আরও বলেন, 'এই দুইটা ম্যাচে দেখেই অবশ্য বলতে পারি না যে, এ জন্য আমাদের আজকের এই অবস্থান। এর জন্য আমরা সবাই দায়ী। শেষ ওয়ানডেতে ভালো করতে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে হবে, যদি ম্যাচটা জিততে চাই।’

 

হোয়াইটওয়াশের শঙ্কায় পড়া বাংলাদেশ সামনে একটাই লক্ষ্য, যে করেই হোক এই লজ্জা এড়ানো। তামিমের মতে, ‘আমরা তো সিরিজ হেরে গেছি। তবে ৩-০ এড়াতে হবে। শেষ ম্যাচ ভালো করে নিজেদের প্রমাণ করতে করতে হবে যে প্রথম দুই ম্যাচ যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। নিজের সন্তুষ্টির জন্যও হলেও এটা প্রয়োজন।’

কলম্বোয় বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি।