শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

কে হবেন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা। ইতোমধ্যে সেরা দশজন প্রতিযোগী নির্বাচন করা হয়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যার পর বোঝা যাবে কে হবেন ‘সজীব গ্রুপ মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ? বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল।

আরজে সায়েমের উপস্থাপনায় এবারের প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মডেল অভিনেতা সানজন, মডেল প্রিন্স এবং ওয়াল মার্ট’র ফ্যাশন ডিজাইনার আব্দুল্লাহ্ আল মামুন। এবারের সেরা দশে স্থান পেয়েছেন আহসান রাজ, হানিফ, এ. রব, জয়তু চৌধুরী, মাহাদী হাসান ফাহিম, হামজা খান চৌধুরী, জুবায়ের খান, রাসেল  আহম্মেদ, মেহেদী হাসান ও সুজন ইসলাম।  

প্রতিযোগিতার মূল আয়োজনে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন বুত্থান মার্শাল আর্টসের জনক, বজ্রপ্রাণ ধ্যান-সাধনা পদ্ধতির প্রতিষ্ঠাতা ড. ম্যাক ইউরি, প্রখ্যাত গেরিলা যোদ্ধা, ‘ওরা ১১ জন’ চলচ্চিত্র নায়ক কামরুল আলম খান খসরু এবং ইন্টারন্যাশনাল র‌্যাম্প মডেল আসিফ অজিম।