বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নেতা ভুল করলে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৪ এএম, ২৮ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, চিকিৎসক ভুল করলে একজন রোগী মারা যায়। আর রাজনীতিবিদ ভুল করলে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হয়। বেগম জিয়ার খাম খেয়ালিপনা ও ভুলের কারণেই বিএনপির আজ করুণ অবস্থা। তাদের হাত পা আছে মাথা নেই। কর্মীরা দিশেহারা। এখন বিএনপি চালাতে কামাল হোসেন ও রবদের মত জনসমর্থনহীন লোকদের ধার নিতে হয়। যারা নিজেরাই পাশ করতে পারে না।

বৃহস্পতিবার বিকেলে নালিতাবাড়ী শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের এক নসভায় এসব কথা বলেন তিনি।

জনসভায় প্রধান অতিথি শেরপুর-২ আসনে নৌকার প্রার্থী মতিয়া চৌধুরী আরও বলেন, এ ব্যাপারে কোন সন্দেহ নেই যে, কঠিন পরিস্থিতিতে দলের নেতা যদি চ্যালেঞ্জ নিতে না পারে তাহলে দল টিকে না। পৃথিবীতে এমন অনেক উদাহরণ আছে।

খালেদা জিয়াকে একজন ব্যর্থ নেতা উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দলকে আঁচলে বেঁধে রেখে উনি ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপিকে শেষ করে দিয়েছেন। অথচ চরম প্রতিকূল অবস্থার মধ্যেও ১৯৯১ সালে এরশাদ জেলে থেকে পাশ করেছে। রওশন এরশাদসহ ৩৫ জন এমপি হয়েছিল।

নালিতবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল মাস্টারের সভাপতিত্বে জনসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকী বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বুলু প্রমুখ।