রোববার   ১০ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৬ ১৪৩২   ১৫ সফর ১৪৪৭

মিয়ানমারে ভূমিধসে ১৭ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

মিয়ানমারের কাচিন রাজ্যের পাকান্ত শহরে একটি জেড খনিতে ভূমিধসে তিন নিরাপত্তাকর্মীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, রোববার সকালে শেখমু গ্রামের কাছে একটি জেড খনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছেন।

এছাড়া দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

 

এদিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে এপ্রিলে পাকান্ত শহরের একটি জেড খনিতে ভূমিধসের ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।