বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৮ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

খাবারের অভাবে একসঙ্গে ২০০ হরিণের মৃত্যু!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

নরওয়ের মেরু অঞ্চলের সোয়ালবার দীপপুঞ্জে খাদ্যের অভাবে ২০০ বল্গা হরিণের মৃত্যু হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এত প্রাণীর একসঙ্গে মৃত্যু হয়েছে বলে দাবি করছেন গবেষকরা।

বল্গা হরিণের মৃত্যুতে উদ্বিগ্ন পরিবেশবিদরা।গবেষক আশলিদ ওনভিক পেডেরসেন বলেন, জলবায়ুর পরিবর্তন কী ভয়াবহ আকার নিচ্ছে, তারই ছবি ধরা পড়েছে এই হরিণগুলির মৃত্যুতে। 

নাগরিক সভ্যতা থেকে দূরে বন্যপ্রাণীদের মধ্যে জলবায়ুর পরিবর্তনে ভয়াবহ আকার ধারণ করেছে বলে দাবি করেছেন তিনি। ভারী তুষারপাতের কারণে খাবার খুঁজতে ব্যর্থ হয়েছে এসব হরিণ। সেই কারণেই দলে দলে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা।

 

তুন্দ্রা অঞ্চলে ঘাস খেয়ে বেঁচে থাকে তারা। শীতকালে মাটি খুঁড়ে খাবার জোগাড় করে। তুষারের ভেতরে খুঁড়তে পারলেও কঠিন বরফের চাঁই ভাঙতে পারে না তারা। একসঙ্গে এত বল্গা হরিণের মৃত্যু এই প্রথম।

শুধু তুন্দ্রা নয়, মেরু অঞ্চল, এশিয়া এবং উত্তর আমেরিকার বাস্তুতন্ত্রেও বল্গা হরিণের ভূমিকা রয়েছে। মেরু অঞ্চলে তৃণভোজী প্রাণীদের মধ্যে অন্যতম এই প্রাণী।