বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৮ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

মাল সঠিক ঠিকানায় না পৌঁছানোয় ট্রাকচালককে ঝুলিয়ে নির্যাতন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

মালামাল সঠিক ঠিকানায় না পৌঁছানোয় এক ট্রাক চালককে রশিতে বেঁধে ঝুলিয়ে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জি নিউজ ২৪ ঘণ্টা টিভির এক প্রতিবেদনে বলা হয়, সঠিক ঠিকানায় মালামাল না পৌঁছানোয় ওই ট্রাক চালককে রশিতে বেঁধে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়।

 

তবে আজকাল পত্রিকার অনলাইন দাবি করেছে, ওই ট্রাক চালকের মদ্যপানের অভ্যাস এবং অন্য ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহারে বিরক্ত হয়ে পড়ে পরিবহন কোম্পানির মালিকপক্ষ। সেজন্য চালককে শিক্ষা দিতে নিজেদের অফিসেই রশিতে বেঁধে ঝুলিয়ে তাকে লাঠি এবং বেল্ট দিয়ে বেধড়ক পেটানো হয়।

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, নাগপুরের কমলেশ্বরের বাসিন্দা ট্রাক চালক ভিকি আগলাওয়ে শুধু অন্তর্বাস পরা। তাকে রশিতে বেঁধে ঝুলিয়ে মারধর করা হচ্ছে। আর ট্রাক চালক কাকুতি-মিনতি করে বাঁচার চেষ্টা করছেন।

এদিকে ওই ফুটেজ ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় রোববার পরিবহন কোম্পানির অভিযুক্ত দুই মালিক অখিল পোহাঙ্কর এবং অমিত ঠাকরেকে গ্রেফতার করেছে পুলিশ।