বুধবার   ১৩ আগস্ট ২০২৫   শ্রাবণ ২৮ ১৪৩২   ১৮ সফর ১৪৪৭

শেষকৃত্য অনুষ্ঠানে বোকো হারামের হামলা, নিহত ৬৫

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে একটি শেষকৃত্য অনুষ্ঠানে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। 

শনিবার বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মোটরসাইকেল এবং ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী গুলি চালায়।

ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অপরদিকে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আরো বেশ কয়েকজন নিহত হন। 

স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ বুলামা বলেন, দু'সপ্তাহ আগে গ্রামবাসীদের হাতে বোকো হারামের ১১ সদস্য নিহত হয়েছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতেই হয়তো হামলা চালানো হয়েছে।